সারাদেশ

ফুলবাড়ীতে দুই চেয়ারম্যান সহ বিএনপির ১৯ নেতাকর্মীর মামলা ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে দুই চেয়ারম্যান সহ ১৯ক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ০১/১১/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানার দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, ১৫(৩)১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন চলাচলে প্রতিবন্ধকতা, গতি পরিবর্তন, সরকার বিরোধী স্লোগান দিয়া সরকারি আইন সম্মত আদেশ অমান্য করিয়া পুলিশি কাজে বাঁধাদান, পুলিশকে ঢিল মারিয়া দোকানের সাঁটার ভাংচুর ও সরকার সমর্থিত ব্যানার নামানোর অপরাধে ১৩টি বাঁশের লাঠি উদ্ধার করে ২ ইউপি চেয়ারম্যান সহ ১৯ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশের অভিযোগে জানা যায়, গঙ্গাপ্রসাদ গ্রামের আব্দুস সাদেক এর ছেলে আবু দাউদ বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সুবেদার আবুল বাশারের ছেলে মেহেরাজ মজুমদার, মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলামের ছেলে আরাফাত মন্ডল, পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের মৃত মনছুর আলীর পুত্র সাহাজুল ইসলাম সাহাদত আলী, রাজারামপুর গ্রামের মৃত মকছেদ আলী চৌধুরীর পুত্র মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মাহাবুবুর রহমান, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনারুল হক, পশ্চিম গৌরিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শাহেদ ইসলাম, রুদ্রানী গ্রামের মৃত মোসলেম এর ছেলে আবু সাঈদ, সুজাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিবলী সাদিক, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, উত্তর সুজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিন সরকার এর ছেলে মোকলেছুর রহমান নবাব, পাঠকপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে কিবরিয়া, আদর্শ কলেজপাড়া (ঘাটপাড়া) গ্রামের বাবু এর ছেলে সাজু সরকার, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহমান, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা, পশ্চিম গৌরিপাড়া (জোলাপাড়া) গ্রামের পিতা অজ্ঞাত নুরুল্লা, পূর্ব গৌরিপাড়া (থানাপাড়া) গ্রামের পিতা অজ্ঞাত মোঃ চঞ্চল সহ মোট ১৯ জনকে বাদী করে এই মামলা দায়ের করেন ফুলবাড়ী থানা পুলিশ। মামলায় আরো অজ্ঞাত অনেক আসামি রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান। চলমান এই মামলায় বিএনপি নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। একাধিক নেতাকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে এই মামলার শিকার হয়েছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে বলেও জানা যায়।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments