সারাদেশ

ঝিনাইদহে নারীর বিরুদ্ধে চার বিয়ের পর দু-বাচ্চাকে গোপনে বিক্রির অভিযোগ

ঝিনাইদহ-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা তালসার গ্রামের সাবানা খাতুন। মাত্র ৩০ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন চার বার। আর মা হয়েছেন ৬ সন্তানের। এর মধ্যে দুইটি সন্তান বিক্রির অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। শাবানা খাতুন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা তালসার গ্রামের খোকা ম-লের মেয়ে। প্রতিবেশী নাসরিন খাতুন জানান, ‘তাঁরা কয়েক বছর পর পর এ ধরনের ঘটনা ঘটান। গেল সপ্তাহে স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসেন শাবানা। এর পর ডাক্তার দেখানোর কথা বলে আড়াই মাসের বাচ্চাটি বিক্রি করেছেন বলে শুনেছি। বিষয়টি নিয়ে গ্রামের মানুষ চাপাচাপি করায় মঙ্গলবার ভোর রাতে তাঁরা পালিয়ে যায়। এর আগে সড়ক দুর্ঘটনার কথা বলে একটা বাচ্চা বিক্রি করেছেন শাবানা।’ এ বিষয়ে শাবানার দাদি সালেহা খাতুন বলেন, ‘আমরা হাতে করে তাঁর কোনো বিয়ে দেয়নি। সে নিজের ইচ্ছায় বিয়ে করে প্রথমে এলাঙ্গা গ্রামে। ওই ঘরে ২টি বাচ্চা হয়। ওই বাচ্চা রেখে স্বামীকে তালাক দিয়ে চলে যান ঢাকায়। ওখানে গিয়ে একটা বিয়ে করেন। বাচ্চা হয় ওই ঘরেও একটা। যে বাচ্চাটি বর্তমানে আমার ছেলে লালন-পালন করছে। মাঝখানে আরও দুইটি বিয়ে করে শাবানা। বর্তমানে বিয়ে করেছে ঝিনাইদহের মহেশপুর পাতরা গ্রামে। ওই ঘরে বাচ্চা হয়েছে তিনটি। যার মধ্যে একটা দুর্ঘটনায় হারিয়ে যায়। বাকি দুইটি নিয়ে কয়েক দিন আগে আমাদের বাড়িতে এসেছিল। পরে অসুস্থতার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর একটা বাচ্চা নিয়ে বাড়ি ফেরে।’ শাবানার পিতা খোকা ম-ল জানান, ‘তাঁদের মনে যে, এসব ছিল আমি জানতাম না। গেল কয়েক দিন আগে তাঁরা আমার বাড়িতে আসে। বলে মেয়ের শরীর খারাপ। এরপর ডাক্তার দেখানোর নাম করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। পরে জানাজানি হয়ে গেলে মঙ্গলবার ভোর রাতে পালিয়েছে তাঁরা। তাদের সব ফোন নম্বর বন্ধ রয়েছে।’ এ ব্যাপারে কোটচাঁদপুরের তালসার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, ‘ঘটনা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। আমি ইউনিয়ন পরিষদের সদস্যকে বলেছি, সামাজিক ভাবে কি করা যায়। আর যদি কোনো সমস্যা ওরা করে, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments