September 19, 2024
খেলা

প্রোটিয়াদের উড়িয়ে দিলো ভারত

পয়েন্ট টেবিলের সেরা দুই দলের খেলা। ইডেনের এই ম্যাচের উত্তেজনা চরমে উঠতে এই তথ্যটুকুই যথেষ্ট ছিল। ম্যাচে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছিল জন্মদিনে বিরাট কোহলির শচীন টেন্ডুলকারকে ছোঁয়া সেঞ্চুরি। তার অনবদ্য ব্যাটিংয়ে সংগ্রহটা তিন শ’ ছাড়িয়ে নিয়ে যায় ভারত। কিন্তু বোলিংয়ের পর ব্যাট হাতেও হতাশ করল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের দাপটে ঠিকমতো দাঁড়াতেও পারল ডি কক-মার্করামরা।
রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান বিশ্বকাপের ৩৭তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কোহলির অপরাজিত ১০১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিন ঘূর্ণি জাদুতে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪৩ রানের জয়ে টানা আট ম্যাচে জিতল রোহিত শর্মার দল।
ভারতের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাদের ইনিংসে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন পেসার মোহাম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফর্মের তুঙ্গে থাকা কুইন্টন ডি কককে বোল্ড করেন তিনি। এরপর পাওয়ারপ্লের আগে অধিনায়ক টেম্বা বাভুমাকেও হারায় তারা। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন বাভুমা। পাওয়ারপ্লের শেষ বলে আঘাত হানেন শামি। ফিরে যান এইডেন মার্করাম। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
ক্রিজে দুই বিশ্বস্ত ব্যাটার হেনরিখ ক্লাসেন এবং রাসি ভ্যান ডার ডুসেন। এই দুজনের ব্যাট থেকে রানের দেখা পাওয়াটাই স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকা পেল না কিছুই। ১১ বলে ১ রান করে দলীয় ৪০ রানে ফিরেছেন ক্লাসেন। আর পরের ওভারে কোনো রান না করেই আউট ভ্যান ডার ডুসেন। ৩২ বলে তার রান ১৩। দুইজনের উইকেট গিয়েছে জাদেজা আর শামির ঝুলিতে।
ডেভিড মিলার আর মার্কো জানসেন তবু আশা হয়ে ছিলেন ক্রিজে। তবে সেটাও অতি অল্প সময়ের জন্য। মিলার করেছেন ১১ আর জানসেনের স্কোর ১৪। জাদেজা আর কুলদীপের শিকার তারা। টেলএন্ডারদের কেউ অবশ্য মিরাকল ঘটাতে পারেননি। দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে মাত্র ৮৩ রানে।
এর আগে দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা-শুভমান গিল। বিশেষ করে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ রান করে গিল বিদায় নিলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে আসে ৪০ রান।
তিনে নেমে ধীরগতির শুরু করেছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছেন। শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন কোহলি। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ভারত।
আইয়ার ৭৭ করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তোলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দিনটা তার জন্য আরও একটা কারণে বিশেষ। আজ তার জন্মদিন ছিল। বার্থডে বয়ের সেঞ্চুরির সঙ্গে শেষদিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও, সবমিলিয়ে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments