September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জ ভুমি অফিস চত্বরে লাখ টাকার কাঠ পঁচে নষ্ট হচ্ছে !

পীরগঞ্জ প্রতিনিধি।– রংপুরের পীরগঞ্জে লাখ টাকার কাঠ পঁচে নষ্ট হলেও সেদিকে দৃষ্টি দেয়া হচ্ছে না ! অবগতির জন্য জানাচ্ছি, পীরগঞ্জ উপজেলা ভুমি অফিসের সীমানায় ছিল জমিদার আমলের ২টি বকুল গাছ। যে গাছকে কেন্দ্র করে এক সময় দোকান পাট গড়ে উঠেছিল বকুলতলার আশে পাশে। প্রায় বছর তিনেক আগে দু’টি গাছের একটি ঝড়ে ভেঙ্গে পরে অপরটি অজ্ঞাত কারণে মরে যায়। এর পর সেই গাছ কেটে ফেলে রাখা হয় রাস্তার উপরে, কিছু কাঠ রায়পুর তহশীল অফিসের সীমানায় পঁচে নষ্ট হয়ে যাচ্ছে !এই কাঠ সরকারী সম্পদ , বিশাল বকুল গাছ দু’টির কান্ড, খড়ি,ডাল পালা বিক্রি করা হলে কমপক্ষে সরকারের কোষাগারে জমা পড়তো লাখ টাকা কিন্ত কেন, কী কারণে এই কাঠ নিলামে বিক্রী না করে পঁচানো হচ্ছে তার কারণ আজানা। কাঠগুলো না পঁচিয়ে স্থানীয় প্রশাসন সৎগতি করবে এমনটাই আশা করেন পর্যবেক্ষক মহল।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments