September 16, 2024
খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘প্রায়’ সেমিফাইনালে নিউজিল্যান্ড

টস হেরে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান এসেছে কুশল পেরেরার ব্যাট থেকে। কিউইদের হয়ে ৩৭ রানে ৩ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। জবাবে খেলতে নেমে ২৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ডেভন কনওয়ে।
এতে করে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ড, সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। রানরেট বেশ ভালো কিউইদের (০.৭৪৩)। ফলে পাকিস্তান (রানরেট ০.০৩৬) তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও শেষ চারে নাম লেখানো কঠিন হবে।
ডেভন কনওয়ে আর রাচিন রাবিন্দ্রর ৮৬ রানের উদ্বোধনী জুটিতে রান তাড়ায় বেশ সহজ জয়ের পথেই আগাচ্ছিল নিউজিল্যান্ড। কনওয়ে ৪২ বলে ৪৫ করে ফিরলে ভাঙে এই জুটি। ৩৪ বলে ৪২ করে এরপর আউট হয়ে যান রাচিনও।
তবে ড্যারেল মিচেল ৩১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। শেষদিকে মিচেলসহ ৩২ রানে ৩টি উইকেট হারিয়েছে কিউইরা। তবে জয় পেতে কষ্ট হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৯ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট।
এর আগে কুশল পেরেরার ২৮ বলে ৫১ রানের রেকর্ডগড়া ইনিংসের পরও ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments