সারাদেশ

ফুলবাড়ীতে শহিদুল ইসলাম হত্যার ৪দিন গত হলেও কেউ গ্রেপ্তার হয়নি ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আলহাজ্ব আফতার হোসেনের মিল চাতালে শহিদুল ইসলাম (৬০) কে পরিত্যক্ত ঘরের বারান্দায় কে বা কাহারা গলা কেটে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুঁলিয়ে রাখে। ৪ দিন গত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যার সাথে কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি। জানা যায়, শহিদুল ইসলাম এর বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত আশরাফ মন্ডলের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের দলিল লেখক সমিতির সদস্য মোঃ হামিদুল ইসলাম এর সাথে ২০১৫ ইং সালে ৮শতক বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে মামলা চলে আসছে। শহিদুল ইসলাম এর পুত্র মোঃ মেহেদী হাসান জানান, গত রবিবার তার পিতা বাড়ি থেকে দিনাজপুর মামলার তারিখ করার জন্য বাহির হন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তার পিতা আর বাড়িতে ফেরেননি। এদিকে গত সোমবার ভোরবেলা উক্ত চাতাল মিলের পাহারাদার শ্রী কানু মিয়া শহিদুল ইসলাম এর গলাকাটা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা ফুলবাড়ী থানাকে খবর দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে দিনাজপুর মর্গে প্রেরণ করেন। এদিকে মৃত শহিদুল ইসলাম এর ভাই মোঃ রহেদুল হক বাদি হয়ে জমি জমা সংক্রান্ত হামিদুল ইসলাম এর সাথে মামলা চলছিল তার নাম উল্লেখ্য করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১১/৫৯। তারিখ: ১৮/০৪/২০২২ ইং। আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যার সাথে কারা জড়িত তাকে খুঁজে বের করার জন্য গোপনে তৎপর চালাচ্ছেন। ৪দিন গত হয়ে গেল এখন পর্যন্ত শহিদুর ইসলাম হত্যার রহস্য উদঘাটন হয়নি। শহিদুল ইসলাম হত্যার রহস্য ও কারা জড়িত আদেও উদঘাটন হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তবে এলাকাবাসী বলছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে অবশ্যই এই হত্যার রহস্য উদঘাটন হবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী হত্যার সাথে কারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments