September 08, 2024
সারাদেশ

ফুলবাড়ীতে ১ কোটি ৫ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের আবাসন ভবন নির্মাণ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ১ কোটি ৫ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের আবাসন ভবন নির্মাণ। ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে উত্তর জোয়ার গ্রামে মোঃ আফজাল হোসেন, আলাদিপুর ইউনিয়নের বারাই গ্রামের মোঃ মোজাম্মেল হক, কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামের আব্দুল জলিল, কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামের মোয়াজ্জেম হোসেন, খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর গ্রামের বীনা রানী, শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মোঃ মাহফিল ও পৌরসভা এলাকার বারোকোন গ্রামের মোছাঃ রেহেনা বেগম সহ জনপ্রতি ১৪ লক্ষ্য টাকা ব্যয়ে মোট ৭ জনকে ১ কোটি ৫ হাজার টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নিবাস তৈরি করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে সারাদেশের ন্যয় ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কে পুন:বাসনের লক্ষ্যে এই গৃহ নির্মাণ করে দেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের এই আবাসন ঘর নির্মাণ করা হয়। বর্তমান নির্মাণকৃত ঘরগুলি মুক্তিযোদ্ধা পরিবারদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তারা সেখানে মাথা গোঁজার ঠাই পেয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments