রাজনীতি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে পলাশবাড়ী বিএনপি’র বিক্ষোভ
বিক্ষোভ শেষে সাথী হলের সামনে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ,সদস্য সচিব আবু আলা মৌদুত, যুগ্ম আহবায়ক যথাক্রমে শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, আউয়াল, পৌর বিএনপির সদস্য সচিব মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলরে সদস্য সচিব রাজু অহম্মেদ,সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,সাবেক যুগ্ম আহবায়ক মোতাল্লীব সরকার বকুল,যুব নেতা সুহাদ,রাজু, রায়হান,আপেল,কৃষক দলের আহবায়ক ছকু,পৌর যুবদলের আহবায়ক লতিফ সরকার,সদস্য সচিব হেমাইদুল,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহেল, সরকারী কলেজ সাবেক ছাত্র দলের সভাপতি মামুন সরকার,ইউনিয়ান বিএনপির নেতা মান্নান, রফিকুল,জশিম,মোস্তা,আজাহার,মিন্টু ও অঙ্গ সংগঠনরে নেতা কর্মীরা ।
Comments