September 08, 2024
সারাদেশ

পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলা অত:পর থানায় মামলা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপে ডান পায়ের হাঁটুর নিচের হাড় কেটে গুরতর রক্তাক্ত জখম হয়ে ১ মাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘোলা গ্রামে ঘটেছে। এ ঘটনায় আহত মাহবুবুর রহমানের বড় ভাই মোয়াজ্জেম হোসেন বাদী হয়েপীরগঞ্জ থানায় গত ৭ নভেম্বর ৫ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন যার নম্বর ১০/৪৫৩। মামলার এজাহারের বিবরণে জানা গেছে, এজাহারভুক্ত আসামীগণ জমি দখল, পথরোধ এবং মারপিটসহ একাধিক মামলারচলমান আসামী। গত ২৪ অক্টোবর রাত ৯ টার দিকে ঘোলা ঈদগাহ মাঠের পাশে পুর্ব পরিকল্পনা অনুযায়ী সোনা মিয়া ভাড়াটে বাহিনীরা অবস্থান নেয়। ইউনিয়ন পরিষদ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাহবুবুর রহমানের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী মারপিট করতে থাকে। মামলার অন্যতম আসামী মেছের আলী ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারলে মাহবুবুর হাত দিয়ে ঠেকালে হাত কেটে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় সোনা বাহিনীর প্রধান মামলার আসামী সোনা মিয়া ধারালো অস্ত্র দিয়ে মাহবুবকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে কোপ মারলে ডান পায়ের হাঁটুর নিচে হাড় কেটে গুরুতর জখম প্রাপ্ত হয়। মামলার আসামীরা হলেন ঘোলা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মেছের আলী (৪৫), মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে কাওছার মিয়া (৪০), মৃত সমসের আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদুল ইসলাম (৪৫)। উল্লেখ্য এই ঘটনা ছাড়াও তাদের নামে বাড়ি ঘরে অগ্নি সংযোগম লুটপাটসহ প্রায় ডজন খানেক মামলা আদালতে রয়েছে। এই ঘটনায় জড়িতরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। শীঘ্রই তাদের আটক করে আদালতে পাঠানো হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments