কৃষি

তারাগঞ্জে সমলয়ের মাঠ দিবস উদ্বোধনী করেন জেলা প্রশাসক

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচি র আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষকৃত রোপা আমন ধান কর্তন এর শুভ উদ্ভোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুরে দক্ষিণ হাজীপুর বাছুর বান্দায় উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি জিন্নাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, গোলাম সাইদেল কাওনাইন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুল ইসলাস, ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, সদস্য তাজ উদ্দিন, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, চাষী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উল্লেখ করে বলেন, মাঠ দিবসে ব্রি ধান ৮৭ জীবনকাল ১২৭ দিন, ৫০ একর জমিতে ৭৫ জন কৃষক আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে লাগানো, রাইস ট্রান্সফার করা হয়েছে।
একরে স্বাভাবিক খরচের চেয়ে অর্ধেকে কাটা মাড়াই করা সম্ভব বলে জানান কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম। এছাড়াও অতিথিবৃন্দ আধুনিক চাষাবাদের উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments