September 20, 2024
সারাদেশ

গাইবান্ধায় ৯৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধায় ৯৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার ঢাকা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন। গাইবান্ধায় ভার্চুয়ালি অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আইয়াল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের গাইবান্ধার উপ-পরিচালক খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেনা মোস্তফা কামাল, চালকল মালিক সমিতির সভাপতি মো. নাজির হোসেন প্রধান, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা খাদ্য গুদাম কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, এ মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে জেলায় ৩ লাখ ৮০ হাজার ৭৮ মেট্রিক টন চাল উৎপাদিত হবে।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments