সারাদেশ

ফুলবাড়ীতে বাল্য বিবাহ, নারী শিশু নির্যাতন, মাদক বন্ধকল্পে সচেতনতা বৃদ্ধি মূলক এক আলোচনা সভা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন, মাদক বন্ধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধ মাদক বন্ধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি মুলক এক আলোচনাসভা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু ছামছুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জুরায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার, উপজেলা যুব উন্নয়ন এর কম্পিউটার অপারেটর মেজবাহুল রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী মহিলা যুব সমাজ সমিতি সুজাপুর এর সভাপতি মোছাঃ ইশরাত জাহান, এ সময় সংগঠনের শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments