রাজনীতি

এখনো মনোনয়ন ফরম নেননি রওশন ও সাদ

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত চারদিন ধরে জাপা দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিলেও এখন পর্যন্ত ফরম সংগ্রহ করেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার পুত্র সাদ এরশাদ।
এ ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ। উনি যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই করবেন। ওনার ছেলেও যদি নির্বাচন করতে চায়, করবেন। এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই।
তিনি বলেন, রওশন এরশাদ ৩ দিন আগে আমাকে ফোন করেছিলেন। ওনার এবং ওনার ছেলের মনোনয়ন ফরম নেওয়ার জন্য ব্যক্তিগত সহকারীকে পাঠাবেন বলেছেন। এখনো পাঠাননি। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের প্রধান অগ্রাধিকার। উনি নির্বাচন করলে আমরা খুশি, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। উনি নির্বাচন না করলে ভিন্ন বিষয়। নির্বাচন করবেন না, এমন কিছু এখন পর্যন্ত বলেননি।
জাপার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার গতকাল শেষদিন হলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবারও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments