February 26, 2024
রাজনীতি

দ্রব্যমূল্যের মুল্য অবিশ্বাস হারে বৃদ্ধির প্রতিবাদে পীরগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা বিএনপির সভাপতি ও রংপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভটি দলীয় কার্যালয়ের সামনেই পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক সাইফুৃল আজাদ, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন মাস্টার ও নিকসন পাইকারসহ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলার ১৫ ইউনিয়ন বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments