February 02, 2023
রাজনীতি

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ-
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০শে রমজান শুক্রবার শহরের কুটুম কমিউনিটি হলে দলটির জেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া করা হয়। সভা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ূর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল ও জেলা বিএনপির সদস্য আবু বকর প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুসলিম উম্মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments