February 08, 2023
আইন-আদালত

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পারাপারকালে নারী শিশুসহ ৪৪ জন আটক

ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ও দুপুরে উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছু ব্যক্তি অবৈধ ভাবে সীমান্ত পার হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় ভারত থেকে আসার অপরাধে সীমান্তবর্তী মাটিলা গ্রাম থেকে ৩৩ জন ও যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, রংপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments