February 29, 2024
রাজনীতি

বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একতরফা নির্বাচনী তফসিল বাতিল,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও দমন পীড়ন বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে জোটের সমন্বয়ক, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার প্রমূখ।নেতৃবৃন্দ বলেন,দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।সরকার জনমতকে উপেক্ষা করে একতরফা নির্বাচন করতে চায়।ক্ষমতায় এসে লুটপাটের ধারা অব্যাহত রাখতে চায়।তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের সর্বস্তরের মানুষকে ভোট বর্জন করতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments