সারাদেশ
পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোষনা
দিনাজপুরের
পার্বতীপুর প্রথম শ্রেনীর এই পৌরসভাটিকে ফিস্টুলামুক্ত ঘোসনা করলেন মেয়র
মো. আমজাদ হোসেন। আজ শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টায় পার্বতীপুর পৌর
অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রসব জনিত ফিস্টুলা নির্মূল শীর্ষক আলোচনা সভায়
তিনি পৌরসভাটিকে ফিস্টুলা মুক্ত ঘোসনা করেন। তিনি বলেন পার্বতীপুর পৌরসভাকে
একটি বাসযোগ্য ও আধুনিক মানের করে গড়ে তোলার প্রত্যয়ে স্বাস্থ্যসেবার মান
উন্নয়নে কাজ করছি। ফেস্টুলা প্রকল্পের অধিনে সম্ভাব্য ফেস্টুলা রোগীকে
শনাক্ত ও আক্রান্ত রোগীকে অপারেশন ও পুর্নবাসনে সার্বিক সহযোগীতার মধ্য
দিয়ে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বেধে দেয়া সময়সীমার মধ্যে পৌরসভাকে
ফেস্টুলামুক্ত করাই ছিল আমাদের প্রচেষ্টা। ল্যাম্ব হাসপাতালসহ শংশ্লিষ্ট
দফতর এটি বাস্তবায়নে যারা সহযোগীতা করেছেন তাদের সবার প্রতি কৃতঞ্জতা
জানাই।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর স্বাস্থ্য বিভাগের
পরিচালক ডাঃ মো. আবু হানিফ, উপ পরিচালক স্বাস্থ্য ডাঃ মো. জাহাঙ্গীর কবির,
ল্যাম্ব হাসপাতালের পরিচালক ডেভিট চন্দন, প্রগ্রাম স্পেশালিষ্ট ডাঃ আবু
সায়িদ হাসান ও ডাঃ কানিজ শারা প্রমূখ।
Comments