পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ শিক্ষকঅভিভাবক সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধ ও মুক্তি এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ আসাদুজ্জামান, ইন্সট্রাক্টর পদার্থ বিজ্ঞান আব্দুর রাজ্জাক, সুমাইয়া জাহান, (অপারেটল ট্রেড) আশানুর ইসলাম স্বরণ, (মেশিন অপারেশন ট্রেড) বিশু চন্দ্র, (ইলেকট্রিক ট্রেড)আসাদুজ্জামান, (সিভিল ট্রেড) আবু রায়হান, অভিভাবকদের মধ্যে রেজিয়া বেগম প্রমুখ।
Comments