February 29, 2024
সারাদেশ

গাবতলীর মহিষাবান মাদ্রাসায় সভাপতি হলেন মাহমুদুল

আল আমিন মন্ডল (বগুড়া)ঃ বগুড়া গাবতলীর মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাহমুদুল হাসান মোহন। গতকাল মঙ্গলবার কমিটির গঠনের লক্ষ্যে মাদ্রাসার কক্ষে এক আলোচনা সভা নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নব-নির্বাচিত প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণ। সভায় সর্বসম্মতিক্রমে তরুন সমাজসেবক মাহমুদুল হাসান মোহনকে আগামী ২বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা সদস্য জয়নাল আবেদীন, দাতা সদস্য শেফালী বেগম, অভিভাবক সদস্য ফজলুল রহমান, মাসুম সরকার, তারাজুল, গোফ্ফার আলী প্রাং, শাফলা বেগম, শিক্ষক প্রতিনিধি সহিদুল ইসলাম, খায়রুজ্জামান ও নুশরাত জাহান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments