September 19, 2024
স্বাস্থ্যসেবা

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেডিওগ্রাফী পদে ২০ বছর ধরে অরুনাভ সরকার ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ২০ বছর ধরে চাকরী করছেন রেডিওগ্রাফী অরুনাভ সরকার বদলী নেই তার। একই জায়গায় ২০ বছর ধরে চাকরী করে উক্ত ব্যক্তি ফুলবাড়ী শহরের বাজারে নিজেই একটি সরকার প্যাথলজি নামক প্রতিষ্ঠান পরিচালনা করেন। অরুনাভ সরকার গত ২৯/০৭/২০০২ইং সালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করেন। যোগদানের পর থেকে মেডি:টেক:রেডিওগ্রাফী পদে কর্মরত আছেন। তিনি সরকার প্যাথলজি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীদেরকে তার প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তার প্রতিষ্ঠানে রোগীদের রেডিওগ্রাফী পরীক্ষা থেকে যাযা করা প্রয়োজন তাই রোগীদেরকে করে দেন। কিছু দালালের মাধ্যমে তার প্যাথলজির ব্যবসা জোরদার করেছেন। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বলে অভিযোগ উঠেছে। দুপুর ২টার পর তাকে সেখানে আর দেখা যায় না। রোগীরা এক্সে করতে এতে এসে ফিরে যাচ্ছে। আর তার প্রতিষ্ঠানে চড়া দামে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ২০ বছর ধরে চাকরী করার সুবাদে উক্ত ব্যক্তি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এখন তিনি অঢেল অর্থের মালিক। আনেক রোগী হাসপাতালে অভিযোগ করে বলেন এখানে পরীক্ষা নিরীক্ষা করতে এসে দুপুর ২টার পর এক্সে রুমে কাউকে পাওয়া যায় না। বাধ্য হয়ে এখানকার কিছু লোকজন রোগীদেরকে সেখানে পাঠিয়ে দেন। এমনকী হাসপাতালে চাকুরীরত নেই এমন কিছু দালাল তার হয়ে কাজ করছে। মানুষ স্বাস্থ্য সেবা নিতে এসে অসহায় হয়ে ফিরে যাচ্ছে তার কাছে। তার প্রতিষ্ঠান থেকে দালালদের কমিশনও দেন বলে বিভিন্ন লোকজন অভিযোগ করেন। যে যত রোগী পাঠাবে তাকে সে পরিমান কমিশন প্রদান করেন। এ ব্যাপারে বিভিন্ন মহল তার বদলীর দাবী করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments