নারীমুক্তি
কেন্দ্রের উদ্যোগে রোকেয়া দিবসে রংপুরে নারী সমাবেশ।
মহীয়সী নারী বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১ তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে
নারী সমাবেশ,মিছিল ও রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।রংপুর
প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত উক্ত নারী সমাবেশে জেলা কমিটির সদস্য আলো
বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী), রংপুর জেলার আহ্বায়ক
কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির
সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা,সীমা বাসফোর প্রমূখ।নেতৃবৃন্দ
বলেন বেগম রোকেয়া শতবর্ষ পূর্বে নারীমুক্তির যে স্বপ্ন দেখেছিলেন সেই
স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু সংগ্রাম করে গিয়েছেন।তার সংগ্রামের ফসল
আজকের নারী সমাজ ভোগ করছেন।কিন্তু রোকেয়ার চেতনাকে ধারণ করার ক্ষেত্রে
আমরা অনেক পিছিয়ে আছি।সমাজে নারীর সমমর্যাদা ও সমঅধিকার
প্রতিষ্ঠা,নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের নারীদের
ঐক্যবদ্ধভাবে সংগ্রামে শামিল হতে হবে।
Comments