September 16, 2024
জাতীয়

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুনানির প্রথমদিনে ৯৪ আপিলের ৫৬টি মঞ্জুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের প্রথমদিনের শুনানি শেষ হয়েছে। ৫৫৮টি আপিল আবেদনে বিপরীতে রোববার (১০ ডিসেম্বর) শুনানির প্রথমদিনে ৯৪ আপিলের ৫৬টি মঞ্জুর, ৩২টি নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।
এ সময় মনোনয়ন ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। আর আপিল আবেদন নামঞ্জুর হওয়া প্রার্থীরা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সকাল ১০টার দিকে শুরু হয় আপিল শুনানি। একে একে শোনা হয় প্রার্থীদের আবেদনের পক্ষের যুক্তি। প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও যুক্তির ওপর ভিত্তি করে অনেকেই ফিরে পেয়েছেন প্রার্থিতা।
এদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান এবং মুন্সীগঞ্জ-১ আসনের মাহি বি চৌধুরী, পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী ডলি সায়ন্তীনি, বগুরা-৪ এর হিরো আলমসহ অনেকে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments