সারাদেশ

পীরগঞ্জে প্রার্থীতা ফেরত পেলেন সিরাজ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ফেরত পান। ৩ ডিসেম্বর রংপুর রিটার্নিং অফিসার তার মনোননয়টি বাতিল করেন। সূত্রে জানা যায়,রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজসহ ৯ জন প্রার্থী ৩০ নভেম্বর মনোনয়ন জমা দানের শেষ দিন পর্যন্ত মনোনয়ন জমা দেন। ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাচাইয়ের সময় রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সিরাজুল ইসলামসহ ৪ জনের মনোনয়ন বাতিল করেন। আদেশে রিটার্নিং কর্মকর্তা বলেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের ১% ভোটারের স্বাক্ষরিত নথি অনুযায়ী দুজন ভোটারের একজন মুঠোফোনে স্বাক্ষর প্রদানের বিষয়টি নিশ্চিত কওে কিন্তু তদন্তের দিন তিনি ঢাকায় থাকায় তার স্বাক্ষও যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে আদেশ অন্য আর একজন ভোটার সম্পর্কে বলা হয় তদন্তের দিন তার স্ত্রী সন্তান প্রার্থীর পক্ষে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করলেও তিনি বাড়িতে অনুপস্থিত থাকায় তার স্বাক্ষর যাচাইকরা সম্ভব হয়নি বিধায় সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন বিধি মোতাবেক বাতিল করা হলো। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনের কাছে আপিল করলে ১২ ডিসেম্বর শুনানীর তারিখ নির্ধারণ হয়। শুনানী শেষে শুনানী বোর্ড তার প্রার্থীতার বৈধতা ঘোষনা করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments