জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

ঢাকাঃ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্পীকারের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস মো: তানভীর হাসান।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নিশ্চিত বিজয়ের প্রাক্কালে বাঙালী জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসের প্রত্যক্ষ সহযোগিতায় জাতির বীর সন্তানদের জোরপূর্বক তুলে নিয়ে বিভিন্ন বধ্যভূমি বিশেষ করে রায়েরবাজার ও মিরপুরে নির্মমভাবে হত্যা করে। এরই সূত্র ধরে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এসময় সহকারী সার্জেন্ট এ্যাট আর্মসসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments