September 08, 2024
রাজনীতি

যুবদলের কার্যক্রম গতিশীল করতে নিস্ক্রিয়তা ও কারাগারে থাকায় গাবতলীর চার ইউনিয়নে নতুন দায়িত্ব পেলেন যারা


আল আমিন মন্ডল (বগুড়া)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে দেশব্যাপী চলমান আন্দোলন সংগ্রামে নিস্ক্রিয়তা ভূমিকা পালনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার গাবতলী উপজেলা শাখার অধিনস্ত ৪টি ইউনিয়ন কমিটির দায়িত্বশীল যুবদল নেতাদের নিস্ক্রিয়তা সহ কারাবন্দী থাকায় চলমান আন্দোলন সংগ্রামকে গতিশীল এবং ত্বরান্বিত করতে ছয় যুবদল নেতা কে নতুন ভাবে দায়িত্বভার অর্পণ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ৫ই জানুয়ারি শুক্রবার গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবাক বেলাল হোসেন খান কারাগারে থাকায় নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম’কে ভারপ্রাপ্ত আহবায়ক ও হৃদয় হোসেন গোলজার’কে সিনিয়র যুগ্ম আহবায়ক, নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার কারণে সুখানপুকুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের’কে ভারপ্রাপ্ত আহবায়ক ও যুগ্ম আহবায়ক আল আমিন’কে সিনিয়র যুগ্ম আহবায়ক, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আলী দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করায় ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে জাহাঙ্গীর আলম (মানিক) কে দায়িত্বভার প্রদান করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর রহমান জনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করায় যুগ্ম আহবায়ক শাহ সুলতান’কে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব  প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম চলমান থাকবে বলেও একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments