September 16, 2024
সারাদেশ

রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ৫ এমপি যে যে কেন্দ্র ভোট দিবেন

প্রতিনিধি।- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি সংসদীয় আসনের মধ্যে স্পিকার, বানিজ্যমন্ত্রীসহ ৫ জন সংসদ সদস্য অবস্থান করছেন রংপুরে। ৫ জন সংসদ সদস্যই ভোট প্রদান করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। সূত্র জানিয়েছে, রংপুরের ৬ টি সংসদীয় আসনের মধ্যে বর্তমান ৪ জন সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রংপুর ৩ আসনের রাহগির আল মাহি সাদ এরশাদ ও রংপুর ৫ আসনের এইচ এন আশিকুর রহমান নির্বাচন করছেন না। তবে নির্বাচন উপলক্ষে রংপুরে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ৫ জন সংসদ সদস্য। তারা প্রত্যেকে নিজ নিজ নির্বাচনীয় এলাকায় ভোট প্রদান করবেন। এরমধ্যে রংপুর ১ (গংগাচড়া) আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমানে বহিস্কৃত) ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা তার নির্বাচনী এলাকার গংগাচড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিবেন। তিনি ভোটের শুরুতেই ভোট দিবেন বলে জানা গেছে। মসিউর রহমান রাঙ্গা এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো.আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট দিবেন বদরগঞ্জ হাইস্কুল কেন্দ্রে। ডিউক চৌধুরীও সকালে ভোট দেবেন বলে জানা গেছে। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোট দিবেন পীরগাছার জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিপু মুনশি কখন ভোট দিবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের বর্তমান সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তিনি ৫ বারের সংসদ সদস্য। এইচ এন আশিকুর রহমান এবারে ছেলে রাশেক রহমানের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না। তবে তার ছেলে রাশেক রহমান নৌকা প্রতীকে লড়ছেন। তিনি ছেলে রাশেক রহমানসহ মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর সেন্টারে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবারেও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি ভোট দিবেন লালদিঘি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মকিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তবে কখন ভোট দিবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments