September 08, 2024
সারাদেশ

রংপুর-৬ আসন পীরগঞ্জে ১১১টি ভোটকেন্দ্র

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে রংপুর-২৪ পীরগঞ্জ -৬ আসনের ৩ লাখ ২৯ হাজার ৭'শ ৫৪ জন ভোটার তাদের ভোটধীকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ভোটগ্রহনের লক্ষ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন, রাত পোহালেই সকাল ৮টা থেকে ১'শ ১১টি ভোট কেন্দ্রে শুরু হবে ভোট গ্রহন। ৬ জানুয়ারী/২৪খ্রি: শনিবার দিনভর রংপুর-৬ পীরগঞ্জ সংসদীয় আসনের ১'শ ১১টি ভোট কেন্দ্রে ব্যালট ছাড়াই নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স,স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। জনৈক সহকারী রিটার্নিং কর্মকর্তারা ব্যালট ছাড়া সরঞ্জমাদী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এই আসনের ১'শ ১১টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম। জানা গেছে, নির্বাচনকে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে উপজেলায় ৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে। এ ছাড়াও আনসার বাহিনী পেট্টোলটিম হিসেবে টহল দিচ্ছে। পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এ ছাড়াও ৪জন এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ জুডিসিয়াল ম্যাজিট্রেট টিম থাকছে এখানে। রংপুর-৬ পীরগঞ্জ আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments