September 08, 2024
সারাদেশ

স্পিকারের আসনে জামানত হারালেন জাপাসহ ৫ প্রার্থী

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরিপত্র অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে জাতীয় পার্টি, ও তৃণমূল বিএনপি সহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৬শত ২৬ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭ শত ৮৮ মোট প্রদত্ত্ব ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৪শত ২৪ ভোট।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট এছাড়া সকলের ভোট আট ভাগের একভাগ ১৯ হাজার ৮শত ৩ ভোটের চেয়ে কম হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে।
 
জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি(লাঙ্গল) প্রতীকের নুরে আলম যাদু, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) প্রতীকের মাহবুব আলম, ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রতীকের হুমায়ন এজাজ লেভিন, বাংলাদেশ কল্যান পার্টির (হাতঘড়ি) প্রতীকের জাকারিয়া হোসেন, স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) প্রতীকের তাকিয়া জাহান চৌধুরী।
 
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনে ৭জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫ জন বিভিন্ন দলীয় প্রার্থী এবং ২জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনী বিধি মোতাবেক ভোট পেয়েছেন ২ জন প্রার্থী। আর বাকিরা পাননি বলে তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এবার প্রতিটি প্রার্থীর জামানত ছিল ২০ হাজার টাকা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments