সারাদেশ

প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে পাচ্ছে পীরগঞ্জে ২৪০ টি পরিবার সেমিপাকা বাড়ি

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পীরগঞ্জে ১২০ টি পরিবার পাচ্ছে পাকা বাড়ি। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগী এই সকল পরিবারের সদস্যদের সাথে ঘরের চাবি তুলে দেওয়া হবে। রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানে সারাদেশের ন্যায় পীরগঞ্জেও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। উপজেলায় ৩য় ধাপে ২৪০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী ২৬ এপ্রিল জেলার উপজেলার ১’শ ২০ পরিবারের মাঝে ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঘর হস্তান্তর করা হবে। প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট, বারান্দা। এ ছাড়া এসকল পরিবারের জন্য  বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments