September 08, 2024
সারাদেশ

ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ১কিমি দূরে ৩৩ কে.ভি বৈদ্যুতিক পিলারে আগুন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ১কি.মি দক্ষিনে সিগনাল এর কাছে রেল লাইনের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক কাঠের পিলারটিতে আগুন অল্পের জন্য বেঁচে গেল নীলসাগর ট্রেন। গত শনিবার রাত্রী সাড়ে ১১টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণ সিগনাল এর কাছে নাশকতা যাতে না ঘটে সে জন্য ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের আনসার ও ভিডিপি’র দলনেতা আক্তার হোসেন সহ ৪জন রেল লাইন পাহারা দিচ্ছিলেন এ সময় হঠাৎ করে ৩৩ কে.ভি কাঠের পিলারটিতে আগুন ধরে যায়। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনটি রাত্রী ৯টায় ফুলবাড়ী রেল স্টেশনে ঢুকে পড়ে। ইতিমধ্যে দলনেতা আক্তার হোসেন দ্রুত ফুলবাড়ী থানায় খবর দিলে ফুলবাড়ী থানার পুলিশ ফুলবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতিকে অবগত করলে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর পর নীলসাগর ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায় জানান আমার অফিস থেকে দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যরা সেখানে রেল লাইন পাহারা দিচ্ছিলেন ইতি মধ্যে ঘটনাটি ঘটে যায়। তাৎক্ষনিক দলনেতা আক্তার হোসেন সহ ৪জন আমাকে খবর দেয় এবং ফুলবাড়ী থানাকে জানালে তারা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এবং ট্রেনটি রক্ষা পায় তা না হলে বড় ধরনের দূঘটনা ঘটে যেত।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments