February 26, 2024
সারাদেশ

ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধিসহ চাকুরী ও স্বকর্মসংস্থান নিশ্চিতের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ-
প্রতিবন্ধী ব্যাক্তিদের ভাতা ২ হাজার টাকা, এবং সরকারি-বেসরকারি চাকুরী ও কর্মসংস্থান নিশ্চিতের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় সংগঠন সমূহের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমন পারভেজ, সোহান শেখ, রাশিদুল ইসলামসহ অন্যান্যরা। কর্মসূচী থেকে আসন্ন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি সকল সেবার তথ্য ভান্ডারে প্রতিবন্ধীতা বিভাজিত তথ্য, প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতার বাস্তবায়নসহ ৬ দফা দাবী জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments