September 20, 2024
সারাদেশ

'তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবো: সাবের হোসেন চৌধুরী'

সিগারেট বর্জ্য পরিবেশের উপর কি রূপ প্রভাব ফেলে, তার তথ্য-উপাত্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর। ২৩ জানুয়ারি সকালে সচিবালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে আইন সংশোধনের প্রক্রিয়ায় ইতিবাচক ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস এর লীড পলিসি এ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার সাবিহা সুলতানা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments