September 16, 2024
সারাদেশ

ফুলবাড়ীর রাঙ্গামাটি বঙ্গমিলস্ লিমিটেড উপ সচিবের পরিদর্শন ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় স্থাপিত বঙ্গমিলস্ লিঃ উপসচিবের পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে বঙ্গমিলস্ লিমিটেড পরিদর্শন করেন মোঃ আবি আব্দুল্লাহ্ পরিচালক (উপসচিব) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ঢাকা। তিনি বঙ্গমিলস্ লিমিটেড মিলের চাউল উৎপাদন ও ধানের মজুদ পরিদর্শন করেন। এতে তিনি কোন অনিয়ম না পাওয়ায় বঙ্গমিলস্ লিমিটেড এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বঙ্গমিলস্ লিমিটেড এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল, বঙ্গমিলস্ লিমিটেড এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির। বঙ্গমিলস্ লিমিটেড এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির উপ সচিব কে মিলের বিভিন্ন সেক্টর ঘুরে দেখান, উৎপাদন ও ধানের মজুদও দেখান। এতে তিনি মিলটির সর্ব কার্যক্রমের প্রশংসা করেন। বঙ্গমিলস্ লি. এর মহা-ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির জানান, মিলটি চালু রাখতে প্রতিদিন ৩০০ মেট্রিক টন ধান লাগে, মাসে ১২ হাজার মেট্রিক টন ধান রাখতে হয়, বর্তমান মাত্র ৭০০০ মেট্রিক টন ধান রয়েছে, ধানই পাওয়া যাচ্ছেনা, উৎপাদন কিভাবে বাড়াব। সচিব আরো জানান, সারা বাংলাদেশে অবস্থিত মিলগুলি সরকারি নির্দেশ মেনে এভাবে পরিচালিত হলে কোন অনিয়মই হবে না। এ সময় বঙ্গমিলস্ লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।    


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments