September 08, 2024
জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্যের আমদানি শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজার দর নিয়ন্ত্রণে আনতে চাল, চিনি, খেজুর ও ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাজারে নিত্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সেদিকে জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার (প্রধানমন্ত্রী) কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টি প্রধানমন্ত্রী বেশ গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। দ্রব্যমূল্য যেন রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
কী পরিমাণ শুল্ক হ্রাস হবে—এমন প্রশ্নে সচিব বলেন, বিষটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পর্যালোচনা করে দেখবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments