সারাদেশ

গাজী রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যেগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

ডেস্কঃ মঙ্গলবার নাসিরুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানায় এ্যাডভোকেট গাজী রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যেগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাসনিম আরা এলাহী স্মরণ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নজরুল সর্দার,লাজু সর্দার,রানা জামান,মাহমুদুল হক সাগর,শাহেদ প্রধান,রাকিবুল ইসলাম রাকিব,আবেদুজ্জামান দিপ্ত,আবু নোমান মোহাম্মদ লেলিন মিয়া,সোহান মন্ডল,শাওন মিয়া,মেহেদী হাসান সাগর,শাহ সুমাইয়া আফরিন, মিস্টি রানী,হোসেনুজ্জামান শাহীন, সাকলাইন মোস্তাক, মোঃ মেহেদী হাসান, মোঃ শাওন সরকার, প্লাবন রায়এবং মিলন মিয়া। এ্যাডভোকেট গাজী রহমান পীরগঞ্জ তথা রংপুর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে অতি পরিচিত মুখ। তিনি ১৯৬৬ খ্রিস্টাব্দের ৬ দফা ও ১৯৬৯ খ্রিস্টাব্দের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০ খ্রিস্টাব্দে জাতীয় পরিষদ নির্বাচনে পীরগঞ্জ এলাকা থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭০ খ্রিস্টাব্দের জাতীয় পরিষদে সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য ছিলেন। ১৯৭২ খ্রিস্টাব্দে কনস্টিটিয়েন্ট এসেম্বিলির (এম সি এ)সদস্য হিসেবে গাজী রহমান বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষরের গৌরব অর্জন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে গিয়ে যুব ও শরণার্থী শিবির গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধা রিক্রুটিং অফিসার হিসেবে মুক্তিযোদ্ধা বাছাই ও সামরিক প্রশিক্ষণে পাঠানোর দায়িত্বও পালন করেছেন। স্বাধীনতার পর তিনি সদর মহকুমার রিলিফ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি তার কর্মজীবনের পুরটাই ব্যয় করেছেন সাধারন মানুষের সেবায়। তিনি সব সময় অসহায় নির্যাতিত, নীপিড়িত মানুষের পাশে দাড়িয়েছেন। তার কর্মকান্ডকে চলমান রাখতে ও তার স্মৃতিকে ধরে রাখতে এ্যাডভোকেট গাজী রহমান স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এ্যাডভোকেট গাজী রহমানের নীতি ছিলো অসহায় নির্যাতিত, নীপিড়িত মানুষের পাশে দাড়ানো। তারি ধারাবাহিকতায় এ্যাডভোকেট গাজী রহমান স্মৃতি ফাউন্ডেশনের ভিশন হচ্ছে দারিদ্র্য, দুর্যোগ, নিরক্ষরতা, রোগ এবং সামাজিক অবিচারের পরিস্থিতিতে মানুষ ও সম্প্রদায়ের পাশা দাড়ানো ও রক্ষা করার জন্য কাজ করা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments