December 03, 2023
সারাদেশ

পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ক‌য়েক‌টি গ্রাম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে কাল বৈশাখী ঝ‌ড়ে ক‌য়েকটি গ্রাম লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গে‌ছে। জমির ফসল বিনষ্ট হয়েছে। স‌রেহজমি‌ন ঘু‌রে দেখা যায়, ঝড়ের কারনে ওই গ্রামগুলোতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে। এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাত পৌ‌নে দশটার দি‌কে উপ‌জেলার বড় আলমপুর ইউনিয়নের ষোল ঘ‌রিয়া, তাতাপুর, তাতারপুর গুচ্ছগ্রাম, শ‌্যামদা‌সের পাড়া, আকু‌বের পাড়া, খ‌ষ্টি, হো‌সেনপুর গ্রামের উপর দি‌য়ে ব‌য়ে যাওয়া কাল বৈশাখী ঝ‌ড়ে শতা‌ধিক প‌রিবা‌রের দেড়শতা‌ধিক ঘ‌রে ছাউনী উ‌ড়ে নি‌য়ে যায়। খোলা আকা‌শের নি‌চে বসবাস কর‌ছেন উক্ত গ্রা‌মের বা‌সিন্দারা। ষোল ঘ‌রিয়া গ্রা‌মের বা‌সিন্দা আব্দুল কা‌দে‌রের ছে‌লে মোক‌লেছার রহমা‌নের বসবা‌সের ৪‌টি ঘর মা‌টির সা‌থে মি‌শে গে‌ছে। একই গ্রা‌মের দ‌ছিম ব‌্যাপ‌রীর ছে‌লে সাইফুল ইসলা‌মের থাকার ২‌টি ঘ‌রের ছাউনী উ‌ড়ে গি‌য়ে এখন আকাশ দেখা যা‌চ্ছে। হো‌সেনপুর গ্রা‌মের হ‌বিব‌রের ছে‌লে আব্দুর রহমা‌নের একমাত্র মাথা গোঁজাবার ঠাই ধ্বস স্তু‌পে প‌রিনত হ‌য়ে‌ছে। ওই ইউ‌নিয়‌নের খ‌ষ্টি পাইকার পাড়া গ্রা‌মের না‌য়েব আলীর ছে‌লে শ‌ফিকুল ইসলা‌মের থাকার ৩ টি মা‌টির ঘরের টি‌নের চালা উ‌ড়ে গি‌য়ে এখন বসবাস করার অনু‌পযোগী হ‌য়ে প‌ড়ে‌ছে। শ‌ফিকুল ইসলাম জানান, আমার ঘ‌রের চা‌লের টিন গুলো অ‌নেক খু‌ঁজে কোথাও পাই‌নি। এ ব্যাপারে বড়আলমপুর ইউপির নব‌নির্বা‌চিত চেয়ারম্যান হা‌ফিজুর রহমান সে‌লিম বলেন- আমার ইউনিয়নের শতা‌ধিক ঘরবাড়ীর ছাউনী উ‌ড়ে গি‌য়ে‌ছে। ক‌য়েক‌টি গ্রাম প্রায় ধ্বংসস্তু‌পে প‌রিনত হ‌য়ে‌ছে। মানুষ খোলা আকা‌শের নি‌চে রা‌ত্রিযাপন কর‌ছে। উপ‌জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান ব‌লেন, আ‌মি ঘটনাস্থ‌লে আ‌ছি ক্ষ‌তিগ্রস্তদের তা‌লিকা কর‌ছি। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায় ব‌লেন, জাতীয় সংস‌দের মাননীয় স্পীকার স‌্যা‌রের নি‌র্দেশে ঝ‌ড় কব‌লিত গ্রামগু‌লো প‌রির্দশন ক‌রে‌ছি। দ্রুত ক্ষতিগ্রস্থ‌দের পুর্ণবাসনের ব‌্যবস্থা করা হ‌বে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments