September 08, 2024
জাতীয়

সংসদের লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকাঃ
দ্বাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, মোঃ আফতাব উদ্দিন সরকার, আহমেদ ফিরোজ কবির, সাহাদারা মান্নান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং আব্দুল কাদের আজাদ বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রমের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সংসদ লাইব্রেরির আধুনিকায়ন ও দ্বাদশ সংসদের নতুন সদস্যদের লাইব্রেরি ব্যবহারে কিভাবে আরও বেশী আগ্রহী করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়।
সভার শেষ দিকে কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকারের নেতৃত্বে লাইব্রেরি কমিটির সদস্য, কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণকে নিয়ে সংসদ লাইব্রেরি সরেজমিনে পরিদর্শন করা হয়।  
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে শহীদ তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, ভাষা শহীদ ও একাদশ সংসদে নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও কোরআন তেলাওয়াত করা হয়।বৈঠকে বিএন্ডআইটি মহাপরিচালক এস, এম, মঞ্জুরসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments