September 08, 2024
সারাদেশ

বাংলাদেশ রেলওয়েকে আন্তজার্তিক মানের করে গড়ে তুলতে হবে -রেলমন্ত্রী

আলমামুনমিলন ,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়েকে এখন আর কেউ প্রথিতযশা যোগাযোগ মাধ্যম বলতে পারেনা। রেল এখন উন্নয়নের চরম শিখরে। রেলকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের করতে উন্নয়নশীল দেশগুলোর মতো করা হবে। নির্মান করা হবে আরও বেশ কয়টি মডেল রেলওয়ে স্টেশন। এসব সম্পন্ন করতে রেলওয়ের সকল সেক্টরকে প্রকৌশলগত সহায়তা দিতে দেশের দক্ষিনাঞ্চল রাজবাড়ীতে আরও একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মান করা হবে। এই সকারের অধীনে। আজ শনিবার বিকাল ৩ টায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা(কেলোকা) পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। মন্ত্রী আরও বলেন আমাদের উন্নয়নের যাত্রা সুদুর প্রসারী। এগিয়ে যেতে হবে অনেক পথ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন হবে এবং বাংলাদেশ একটি মডেল রাষ্ট্রে পরিনত হবে। আরও অনেক আগে রেলকে সমৃদ্ধ করে তোলা যেত। আমলাতান্ত্রিক জঠিলতা ও রাজনৈতিক বাড়ম্বরতার কারণে সম্ভব হয়নি। দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে এখন রেলে ভ্রমন অনেক অনন্দদায়ক ও সাশ্রয়ী। মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালায়ের সচিব হুমায়ন কবির, রেলওয়ের মহাপরিচালক(ডিজি) কামরুল হাসান, স্থানীয় সাংসদ এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, পশ্চিম রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার, প্রধানযান্ত্রীক প্রকৌশলী(সিএমই,পশ্চিম) মুহম্মদ কুদরত-ই-খুদা, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, মেয়র আমজাদ হোসেনসহ রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এর আগে মন্ত্রী দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments