সারাদেশ

পার্বতীপুরে ট্রেন লাইনচ্যুতির ৯ ঘন্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আল মামুন মিলন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ 
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর রেলক্রসিং সংলগ্ন গুলপাড়ার নিকট গম বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি দু,দফায় লাইনচ্যুতির ঘটনায় রংপুরের সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকার পর উদ্ধার কাজ সম্পর্ন হলে ৯ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে।  
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার রেজাউল করিম জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্টেন শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে পার্বতীপুর রেলস্টেশনের অদূরে রংপুর রেলগেট সংলগ্ন গুলপাড়ার নিকট পৌছলে ট্রেনের একটি বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ সময় রংপুরের সাথে উত্তরবঙ্গে চলাচলকারী দোলনচাঁপা, বুড়িমারী মেইল , কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল বন্ধো হয়ে পড়ে। ঘটনার আড়াই ঘন্টা পর ট্যুল ভ্যান এনে উদ্ধার কাজ শুরু হয় রেলওয়ের। উদ্ধার কাজ সম্পর্ন হলে ট্টেন ছাড়ার ২ মিনিটের মাথায় আবারও ট্রেনের একই বগি লাইনচ্যুত হয়।এতে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারন। ঘটনাস্থলের লাইন গোলাই হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে ট্রেনের লোকমাষ্টার আব্দুস সাফি জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments