বিনোদন

‘মায়ের চুড়ি’ নিয়ে আসছেন সায়াদ মামুর কাব্য

বাবা হারিয়ে মায়ের আদরেই বড় হয়েছে শান্ত স্বভাবের মুগ্ধ। বাবা না থাকার অভাব চিরকালই মুগ্ধকে ব্যথিত করলেও মায়ের ভালবাসার অভাব ছিল না৷ অসুস্থ মায়ের চিকিৎসার খরচ বহন করতে মুগ্ধ সিদ্ধান্ত নেয় সে বাইক রাইড শেয়ার করবে। ঢাকার শহরের অপরিচিত অলিগলি ঘুরে বেড়ায় ব্যবহৃত বাইক কেনার জন্য |

বাইক খুঁজতে গিয়ে একটি মেয়ের সাথে পরিচয় হয়েছিল মুগ্ধার। মেয়েটির নাম নেহা, আকষ্মিক ভাবে আবারাে দেখা হয় নেহার সাথে, পরিচয় গড়ায় প্রনয় পর্যন্ত| মুগ্ধ বাইকে ঠিকঠাক ভাবে রাইড শেয়ার করতে না পারলেও নেহাকে নিয়ে ঘুরে বেড়ানাে থেমে থাকে না। কিন্তু কিছুদিনের মধ্যেই বেধে যাক এক বিপত্তি, গল্পের মোড় ঘুরে দাঁড়ায়। এভাবেই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মায়ের চুড়ি’।

নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সায়াদ মামুর কাব্য । নাটকটিতে অভিনয় করেছেন- তামিম খন্দকার, নিশাত নীতি, সাবেরী আলম, আনোয়ার হোসেন, জয়নাল জ্যাক, আরমান আহাম্মেদ উৎসব।

নির্মাতা জানান, নাটকটি শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউবে প্রচারিত হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments