February 02, 2023
সারাদেশ

পার্বতীপুরের মধ্যপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া, মুন্সিপাড়া, খাগড়াবন্দের মৌলভীর ডাঙ্গা, কোটওয়াল পাড়া, খয়ের পুকুর হাট এর উপর দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে ইয়াংস্টার ক্লাব ও ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনির রেস্ট হাউস চত্ত্বরে ইয়াংস্টার ক্লাব ও ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।  
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রমাণিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আমিরুল মোমেনীন মোমিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুকছানা পারভীন রুকু, ১০নং হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ ও অন্যান্য স্থানীয় ইউপি সদস্য গণ, দলীয় নেতা কর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments