September 19, 2024
সারাদেশ

রাণীশংকৈলে দীর্ঘ ২০ বছর পর পৌর ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা ২০০৪ খ্রিষ্টাব্দে 'সি' ক্যাটাগরি হিসাবে ঘোষনা করা হয়। প্রতিষ্ঠার ২০ বছর পর রবিবার ৩ মার্চ সকালে পৌরশহরের শান্তিপুর পুরাতন হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরের নিজস্ব জমিতে বহুল আকাঙ্খার প্রতিফন অত্যাধুনিক দৃষ্টিনন্দন ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দিন আহম্মেদ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও রকিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রেজাউল হক, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান। আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার,ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু
তাহের,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সহ সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক- সামাজিক -সাংস্কৃতিক ব্যক্তি,পৌর কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক, পৌর অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ৬৬ শতাংশ জমির ওপর আত্যাধুনিক পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নন্দন কনস্ট্রাকশন ঠাকুরগাঁও।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments