September 16, 2024
সারাদেশ

ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা। ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর পশ্চিমপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার ০১নং এলুয়াড়ী ইউনিয়নের ইউনিয়ন আওয়ীলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সহ সভাপতি আব্দুস সালাম প্রামানিক, তাজুল ইসলাম এর গত ০৫/০৩/২০২৪ইং তারিখের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেন। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় আব্দুস সালাম প্রামানিক লিখিত বক্তব্যে বলেন, তাজুল ইসলাম গণমাধ্যমে আমার বিরুদ্ধে মারপিটের ঘটনা তুলে ধরে যে বক্তব্য দিয়ে তাতে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন ও আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করেছেন। প্রকৃত ঘটনা হচ্ছে তাজুল ইসলাম একজন মাদক সেবী শিশুকিশোরদের দ্বারা মাদক কারবার ও একটি চিন্ডিকেট তৈরি করে আসছে। এই ঘটনায় প্রতিবাদ করায় সে গত ৪ঠা মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এই ঘটনায় আমি তার কাছে জানতে গেলে আমার উপর ক্ষিপ্ত হয়। খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার ২৫ শতক জমি ক্রয় ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আইনি জটিলতার কারণে রেজিষ্ট্রি দিতে পারে নি। তবে তাজুল ইসলাম মাদ্রাসার ঐ জমি এখন চাষাবাদ করে খাচ্ছেন। এই বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ দেখবেন। গত ৩রা মার্চ সোমবার সকাল ১০টায় আমার ভাতিজা আসাদ প্রামানিক তার কাছ থেকে ১লক্ষ টাকা ধার চাওয়া ও জমি রেজিষ্ট্রি দেওয়ার কথা প্রাণ নাশ সহ বাড়ীতে হুমকি দেওয়ার কথা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে যে হেয় প্রতিপন্ন করেছে তার তীব্র প্রতিবাদ করছি। সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মওলানা মাহাবুবুর রহমান বলেন, মাদ্রাসার জমি বিক্রয়ে আইনি জটিলতা থাকায় তাজুল ইসলামকে টাকা ফেরত দেওয়া হবে। তিনি সংবাদ সম্মেলনে মাদ্রাসার ভাবমূর্তিও নষ্ট করেছেন। এটা সে ঠিক করেন নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলুয়াড়ী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক, ফুলবাড়ী বিআরটিবির সভাপতি মোঃ মশিউর রহমান, সমাজ সেবক মোঃ মিনহাজুল, হাফেজ মোঃ কোরবান আলী, মোঃ তৈবুর রহমান, মাহাবুবুর রহমান, আকবর আলী সহ স্থানীয় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments