সারাদেশ

সাদুল্লাপুরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ

গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষে ২০২১- ২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষকদের ধান কর্তনের নিমিত্তে ২ টি হারভেস্টার কম্বাইন মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ও আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এ মেশিন ২ টি আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, সংসদ সদস্যের উপজেলা প্রতিনিধি আ্যাড. আনোয়ারুল আজিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক রানা,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবু, গাইবান্ধা পৌর কৃষকলীগের সভাপতি আমিনুর ইসলাম এরশাদ,হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ স্মৃতি বলেন, কৃষি সমৃদ্ধ বাংলাদেশের কৃষকদের সুবিধার্থে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষকের ভাগ্যেন্নয়নে বদ্ধ পরিকর। এজন্য সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে শতকরা ৫০% ভুতর্কি দিয়ে হারভেস্টার কম্বাইন মেশিন দিচ্ছে। এই মেশিন দিয়ে কৃষকেরা ধান কর্তনে আর্থিক ভাবে অনেকটা লাভবান হবে।
উপজেলা কৃষি অফিসার মতিউল আলম বলেন, হারভেস্টার কম্বাইন মেশিন দিয়ে ঘন্টায় এক একর জমির ধান কাটা মাড়াই করা যাবে। এ মেশিন দিয়ে ধান কর্তন করা হলে কৃষকেরা সার্বিক দিক থেকে অনেকটাই সাশ্রয়ী হতে পারবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments