September 08, 2024
জাতীয়

ফ্রান্স ও যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

ঢাকা, ১৫ মার্চ, ২০২৪ খ্রি. জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পীকার্স সামিট' এবং যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন' শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ অপরাহ্নে দেশে ফিরেছেন। ফ্রান্স সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পীকারের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত 'লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এবং হাউজ অফ লর্ডস স্পীকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments