September 08, 2024
সারাদেশ

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

ঢাকা, ২১ মার্চ ২০২৪ খ্রি. সুইজারল্যান্ডের জেনেভাতে আগামী ২৩-২৭ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য “১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদীয় প্রতিনিধিদলসহ আজ রাত ৩.০০ ঘটিকায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেছেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো: নাজমুল হক, উপসচিব মো: ওয়ারেস হোসেন এবং উপসচিব মো: জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড সফর শেষে স্পীকার সংসদীয় প্রতিনিধিদল ও তাঁর সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments