রাজনীতি

মতিহারা গ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মতিহারা গ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেনের গ্রামে নিজ বাড়ি এলাকায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা এবং গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে নিহত নেতা কর্মীদের মাগফেরাত সহ আহতদের সু-স্বাস্থ্য কারন্তরীন নেতা-কর্মী ও পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন উপলক্ষ্যে গতকাল রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফেরেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ এখন গণতন্ত্রবিহীন দেশ। যে দেশে বিচার বিভাগ রাজনৈতিক হয়ে যায় সেখানে সাধারণ মানুষ বিচার পায়না। বর্তমান বাংলাদেশে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটি মানুষও ভোট কেন্দ্রে যায়নি। বর্তমান দেশে অর্থনৈতিক যে অবস্থা চলছে তাতে সাধারণ মানুষ নিত্য পণ্য ক্রয় করতে পারছে না, বর্তমান সরকারের মন্ত্রী এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষরা দেশের বাহিরে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তাদের বিদেশে এত বাড়ি যা বলা বাহুল্য, বাংলাদেশের একটি নদীর পানি বন্টন নিয়ে সর্বোচ্চ শিক্ষাপিট বুয়েটের মেধাবী ছাত্র আবরার যখন পানি নিয়ে কথা বললেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হয়, একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত সীমান্তের এপারের অসহায় নিরীহ মানুষকে ভারতীয় বিএসএফ একের পর এক হত্যা করছে। তাদের কোন বিচার হয়না, প্রতিবাদও করা হয়না, প্রতিবছরই দু-দেশের মধ্যে এত বন্ধুত্ব, এ বন্ধুত্ব কোন কাজে আসছে না। আজকে আমি এতটুকু বলব সবাইকে এক প্লাটফর্মে কাধে কাধ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমে পড়তে হবে। দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। আওয়ামীলীগের কাজ বিএনপি জামায়াতের লোকজন কোথায় মিছিল মিটিং করছে তাদেরকে আটক করে শুধু মামলা দেওয়া। ৯০ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অনেক নেতা কর্মী নিহত হয়েছে। আহত হয়েছেন অনেক। তারা মনে করেছে এ দেশে চিরস্থায়ী শাসক হিসেবে থাকব। কিন্তু যাদের রক্ত ঝরেছে রক্ত বৃথা যেতে দিব না। গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দিনাজপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ীর প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments