সারাদেশ
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবাদে সড়ক অবরোধ
আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দপুর - পার্বতীপুর সড়কে জাকেরগন্জ নামক স্থানে বাইকের ধাক্কায় নুরুল ইসলাম (৬৫) নামে এক পথচারী ও একজন মটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা আরও দুজন। নিহত নুরুল ইসলাম উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগন্জ গ্রামের মৃত্যু মনির হোসেনের ছেলে। অপর নিহত মোটর সাইকেল চালক যুবকের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আজ শুক্রবার ( ৬ মে) সন্ধ্যা সাড়ে ৫ টার টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে পার্বতীপুর মুখে দ্রুতবেগে আসা একটি পালচার বাইক পথচারী বৃদ্ধ নুরুল ইসলামকে ধাক্কা দিয়ে বাইক সহ চালক রাস্তায় ছিটকে পড়ে। এ সময় নুরুল ইসলাম বাড়ীর সামনের সড়কের পাশে পায়াচারী করছিলেন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোসনা করেন। এ ঘটনায় প্রতিবাদে স্থনীয়রা সড়ক অবরোধ করলে ওই সড়কে গন পরিবহন বন্ধ হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
Comments