সারাদেশ

গ্রেফতার আতংকে গুরুত্বর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে আদালতে এসে জামিন

গ্রেফতার আতংকে গুরুত্বর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে আদালতে এসে জামিন নিলেন এক আসামি গ্রেফতার আতংকে উপায়হীন হয়ে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত অবস্থায় আজ অ্যাম্বুলেন্স যোগে স্ট্রেচার করে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন নগরীর হাজীরহাট থানাধীন জগদীশপুর এলাকার বাসিন্দা আফজালুল হক। বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক আসামীর শারীরিক অবস্থা বিবেচনায় জামিন আবেদন মন্জুর করেন। আাসামীপক্ষে নিযুক্ত আইনজীবী পলাশ কান্তি নাগ জানান, রংপুর নগরীর হাজীরহাট থানাধীন জগদীশপুর এলাকার বাসিন্দা আফজালুল হকের স্ত্রী আকতারা বেগমের সাথে গত ১৯ মার্চ মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে পরেরদিন রাত আনুমানিক ১১.২০ মিনিটে আকতারা বেগমে ভাই হাজীরহাট থানাধীন বক্তারপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম, জুলফিকার আলী ভুট্টু,রফিকুল ইসলাম, শরীফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন কেরানীর হাট বাজারে একা পেয়ে আফজালুল হককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত ও রড দিয়ে মেরে বাম পা ভেঙে দেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আফজালুল হক গত ৩১ মার্চ তার স্ত্রী আকতারা বেগম এর ভাই রবিউল ইসলামসহ ৪ জনকে আসামি করে হাজীরহাট মেট্রোপলিটন থানায় মামলা করেন। এরপ্রেক্ষিতে আফজালুল হকের স্ত্রী আকতারা বেগম গত ৫ এপ্রিল ভাইদের বাঁচাতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় মামলা করেন। এরপর থেকেই পুলিশ আসামী আফজালুল হককে গ্রেফতার করতে মরিয়া হয়ে ওঠে। ফলশ্রুতিতে বাধ্য হয়ে আফজালুল হক অ্যাম্বুলেন্স যোগে আহত অবস্থায় বিজ্ঞ আদালতে জামিন নেওয়ার জন্য আসেন। উল্লেখ্য, আসামী আফজালুল হক ও বাদীনি আকতারা বেগমের ৩১ বছরের দাম্পত্য জীবন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। রংপুর আদালত চত্বরে অ্যাম্বুলেন্স যোগে গুরুত্বর আহত অবস্থায় আসামীর জামিন নিতে আসার ঘটনা সম্ভবত এটাই প্রথম। এ ঘটনা আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments